অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খাদ্যসহায়তা
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে মসিক
ময়মনসিংহ নগরীর ইসলামবাগ বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সিটি করপোরেশন। সোমবার (১৪ জুন) দুপুরে অসহায় ৯ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মসিক মেয়র ইকরামুল হক টিটু। এ সময় ওই পরিবারগুলোকে নগদ ৫ হাজার টাকা সহযোগিতা প্রদানেরও ঘোষণা দেন তিনি।
খাদ্যসামগ্রী বিতরণকালে মেয়র টিটু বলেন, অগ্নিকাণ্ডের পর থেকে আপনাদের সার্বিক খোঁজখবর আমরা রাখছি। কাউন্সিলররা সবসময় আপনাদের পাশে আছেন। সব প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের গাড়ি যদি দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারতো তবে ক্ষয়ক্ষতি আরও কম হতো। রাস্তার অভাবে ফায়ার সার্ভিসের গাড়ি দূরে রাখতে হয়েছে। তাই আমাদের নিজেদের স্বার্থে রাস্তার জন্য জায়গা ছাড়ার মানসিকতা তৈরি করতে হবে।
এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হবিবুর রহমান হবি, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এর আগে, ১২ জুন সন্ধ্যায় ওই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে যায় সাতটি ঘরের সবকিছু। ক্ষতিগ্রস্ত হয় আরও দুইটি ঘর। ওইদিন ফায়ার সার্ভিসের চেষ্টার পাশাপাশি বৃষ্টির কল্যাণে ভয়াবহ ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় বস্তিবাসী।
উবায়দুল হক/এমএসআর