স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাইফুল মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৪ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আমুদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্প।
বিজ্ঞাপন
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর ছায়া তদন্ত শুরু করে র্যাব। পরবর্তীতে আসামির অবস্থান নির্ণয় করে সোমবার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আমুদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে সাইফুল মিয়াকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে সাইফুল।
বিজ্ঞাপন
উল্লেখ্য, শনিবার (১২ জুন) সকালে কোচিং শেষে বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে সাইফুল। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে সাইফুলের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।
এসকে রাসেল/এসকেডি