প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতলের জন্য প্রেরিত অক্সিজেন সিলিন্ডার, পিপিই ও মাস্কসহ করোনার সুরক্ষাসামগ্রী হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৪ জুন) দুপুরে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের আয়োজনে কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সহযোগিতায় হাসপাতাল চত্বরে এসব সামগ্রী প্রদান করা হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান সোলায়মান আলী প্রমুখ।

এ সময় ৩টি অক্সিজেন সিলিন্ডার, ৮টি পিপিই ও ৩ হাজার মাস্ক হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক শরিফুল ইসলাম বলেন, পুরো জেলা লকডাউন করলে সে লকডাউন পরিপালন করা অনেক কঠিন কাজ।

তিনি আরও বলেন, এ জন্য যে ব্যক্তি আক্রান্ত হচ্ছেন তার পরিবারসহ বাড়িটি লকডাউন করছি আমরা। আমাদের সবাইকে সচেতন হতে হবে। মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

চম্পক কুমার/এমএসআর