চান মিয়া সরদার ও সাহিদ সরদার (বাম থেকে)

শরীয়তপুর সদর পৌরসভায় এক নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করছেন চান মিয়া সরদার। আর  তার ছেলে সাহিদ সরদার জাতীয় পার্টি থেকে মেয়র পদে নির্বাচন করছেন। বাবা-ছেলের এই প্রার্থিতায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শরীয়তপুর নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চান মিয়া সরদার ২০০১ সালে কাউন্সিলর প্রার্থী হয়ে নির্বাচিত হন। এবার তিনি আবার প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তবে এবার নির্বাচনে তার ছেলে সাহিদ সরদার জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

সাবেক কাউন্সিল চান মিয়া সরদার বলেন, আমি ২০০১ সালে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করেছি এবং জয় লাভ করি। এবারও আমি কাউন্সিলর পদে নির্বাচন করছি। ছেলে সাহিদ সরদার জাতীয় পার্টির মেয়র প্রার্থী হয়ে এলাকায় তার মতো করে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমি আমার মত করে কার্যক্রম পরিচালনা করছি। জনগণ পাশে থাকলে আমরা বিজয়ী হবো। 

সাহিদ সরদার বলেন, আমার বাবা জনগণের ভোটে নির্বাচিত হয়ে কাউন্সিলর হয়েছেন। এবারও আমার বাবা নির্বাচন করছেন। আমি জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী। সুষ্ঠু অবাধ নির্বাচন হলে আমি বিপুল ভোটে জয় লাভ করবো।

জেলা নির্বাচন অফিসার মো. জাহিদ হোসেন বলেন, শরীয়তপুর পৌরসভা নির্বাচনে বাবা কাউন্সিলর ও ছেলে মেয়র পদে নির্বাচন করছে। যে যার মতো করে নির্বাচন পরিচালনা করে করছেন। দুইজনের প্রার্থিতাই বৈধ হয়েছে।

এসপি