মুজিববর্ষে নওগাঁয় ঘর পাচ্ছে সহস্রাধিক পরিবার
জানুয়ারি মাসেই ঘর পাচ্ছেন সুবিধাভোগীরা
নওগাঁয় সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১ হাজার ৫৬ গৃহহীন পরিবার ঘর পেতে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নওগাঁয় ১১ উপজেলায় ১ হাজার ৫৬টি পরিবারকে সেমিপাকা ঘর করে দেয়া হচ্ছে।
জানা গেছে, ২০২১ সালের জানুয়ারি মাসেই এসব ঘর সুবিধাভোগীদের হাতে তুলে দেয়া হবে। তবে উপকারভোগীদের এই সংখ্যা আরও বাড়তে পারে।
বিজ্ঞাপন
উপজেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়নাধীন এসব ঘর তৈরি করতে খরচ হচ্ছে ১৮ কোটি ৫ লাখ ৭৬ হাজার টাকা। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ১ লাখ ৭১ হাজার টাকা। ঘরে রয়েছে দুটি কক্ষ, একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা।
উপকারভোগী কয়েকজন বলেন, তাদের নিজের কোনো ঘর নেই। স্ত্রী, ছেলে-মেয়ে নিয়ে পরের জমিতে পাটখড়ি ও পলিথিন দিয়ে টং ঘর তুলে থাকতেন। এই ঘর পেলে মাথা গোঁজার ঠাঁই হবে।
বিজ্ঞাপন
নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় পরিবারের জন্য উপহারস্বরূপ এ সব আশ্রয়স্থল করে দিচ্ছেন। আগামী ১০ জানুয়ারির মধ্যে শেষ হবে এসব বাড়ি নির্মাণের কাজ।
তিনি আরও বলেন, এইসব ঘর নির্মাণকাজ পরিদর্শনের সময় উপকারভোগীদের মাঝে যে আনন্দের ঝিলিক দেখতে পেয়েছি, সেই আনন্দ আমাদের আগামীর পথচলার প্রেরণা হয়ে থাকবে। প্রতিঘরে স্যানিটেশন এবং ইলেক্ট্রিসিটিসহ নাগরিক ন্যূনতম সুবিধা রয়েছে।
এমএসআর