আদালতের বারান্দায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধ
আদালতের বারান্দায় মৃত্যুর কোলে ঢলে পড়েন বৃদ্ধ ইছহাক
চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে এসে মো. ইছহাক (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় এ ঘটনা ঘটে। তিনি একটি বন মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।
নিহত মো. ইছহাক ফটিকছড়ি উপজেলার উত্তর কাঞ্চননগরের দুল্যাছড়ি এলাকার ফকির আহমদের ছেলে।
বিজ্ঞাপন
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন বলেন, বুধবার বেলা ১১টার দিকে হাজিরা দিতে এসে হঠাৎ আদালতের বারান্দায় পড়ে যান ইছহাক। পরে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলামত গ্রহণ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসপি
বিজ্ঞাপন