খুলনার ডুমুরিয়ায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে পারভীন বেগম (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুন) ভোররাতে উপজেলার ডুমুরিয়া কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

খুলনার ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি তার সাবেক স্বামী লিটন মোল্যা সরাসরি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ডুমুরিয়া বাজারের কিনা মোল্লার ছেলে লিটন মোল্লার সঙ্গে পারভীনের ৭ বছর আগে বিয়ে হয়। প্রায় ১ মাস আগে তাদের ডিভোর্স হয়ে যায়। তবে পারভীনকে আবারও বিয়ে করতে চায় লিটন। কিছুদিন আগে লিটন তার সাবেক স্ত্রী পারভীনকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল।

মঙ্গলবার রাত ৩টার দিকে পারভীনের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লিটন। পরে পারভীনকে ঘর থেকে বের করে ছুরি দিয়ে পেটে ও রড দিয়ে মাথায় আঘাত করলে পারভীন নিহত হন।

মোহাম্মদ মিলন/এমএসআর