দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বিএনপির মানববন্ধন

সারাদেশে দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদে বগুড়া সদর উপজেলা বিএনপি মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র প্রার্থী রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, সদস্য আলী আজগর তালুকদার হেনা, খায়রুল বাসার, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহমেদ রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সরকার মুকুল, সদর উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা বেগম।

আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম সরকার, জহুরুল ইসলাম, আবু সালেহ নয়ন, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান, সদর উপজেলা যুবদল নেতা তৌহিদ, সদর উপজেলা ছাত্রদল নেতা বিপ্লব, সরকার সিফাতসহ প্রমুখ।

সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেল মামুনের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, ‘দেশের সব ক্ষেত্রে উন্নয়নের নামে লুটতরাজ চলছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। দ্রব্যমূল্যের দাম হু হু করে বেড়ে চলেছে। মানুষ তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছেন।  সরকারের সেদিকে কোনো লক্ষ্য নেই। ধানের মৌসুমে চালের দাম বেড়েছে। সবজির মৌসুমে সবজির দাম বেড়েছে। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে তারা বঞ্চিত হচ্ছেন।’

বক্তারা আরও বলেন, ‘দেশের সম্পত্তি লুটপাট করে বিদেশে অর্থ পাচার করে মহল গড়ে তুলেছে। আগামী পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের টাকার হিসাব করা হচ্ছে আর বিএনপির প্রার্থীদের মামলার হিসাব। দেশে জেলজুলুম, নির্যাতন করতে ব্যস্ত আওয়ামী লীগ। দেশে শান্তির বদলে অরাজকতা সৃষ্টি করছে এই সরকারের লোকজন।’

এমএসআর