চুয়াডাঙ্গা সদর হাসপাতাল

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ২৮ নমুনা পরীক্ষা করে ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫৭ দশমিক ১৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৩৪৫ জন করোনা শনাক্ত হয়।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রুবি খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান তিনি।

তিনি দামুড়হুদার বৃষ্ণপুর গ্রামের মৃত আজিজুল হকের স্ত্রী। এ পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের নিকট ২৮ নমুনা পরীক্ষার ফলাফল আসে।

এরমধ্যে করোনা শনাক্ত হয় ১৬ জনের। নতুন আক্রান্ত রোগীদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১ জন, আলমডাঙ্গা উপজেলার ৫ জন ও জীবননগর উপজেলার ১০ জন রয়েছেন।

এদিন জেলা স্বাস্থ্য বিভাগ নতুন আরও ১৭০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবে পাঠিয়েছে। এ নিয়ে মোট ১১ হাজার ৩৬৯ জনের নমুনা নেওয়া হয়। পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে ১০ হাজার ৭৯৭ জনের।

বর্তমানে চুয়াডাঙ্গায় মোট করোনা রোগীর সংখ্যা ৩৮৫ জন। এদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৯২ জন, আলমডাঙ্গা উপজেলার ৩৩ জন, দামুড়হুদা উপজেলার ১৮৭ জন, জীবননগর উপজেলার ৭৩ জন রয়েছেন।

আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাতেহ আকরাম বলেন, ৬ জুন সংগৃহীত নমুনায় পরের দিন রুবি খাতুনের করোনা শনাক্ত হয়। শনাক্তের পর তাকে করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

এমএসআর