মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় রুবেল হোসেন (২০) নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) দুপুর ২টার দিকে হাটিপাড়া ইউনিয়নের চেগার ঘোনা বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।  মঙ্গলবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মারা যান।

বুধবার (১৬ জুন) দুপুর ১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

রুবেল ওই ইউনিয়নের রত্নদিয়া গ্রামের মুনছের আলীর ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, হাটিপাড়া ইউনিয়নের রত্নদিয়া গ্রামের খালে রুবেলের প্রতিবেশী কিছু কিশোরী গোসল করছিল। সেখানে গোসলের অজুহাতে পাশের গোপালখালী গ্রামের শিপন, পারভেজ, রিকিসহ আরও কয়েকজন যুবক ওই কিশোরীদের উক্ত্যক্ত করছিল। প্রতিবাদ করায় রুবেলের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। 

পরে সেই জের ধরে মঙ্গলবার দুপুরে হাটিপাড়া ইউনিয়নের চেগার ঘোনা বাজারে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে শিপন ও তার বন্ধুরা। রুবেল চেগার ঘোনা বাজারে একটি স্টিলের দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন।

হাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মনির হোসেন বলেন, রত্নদিয়া খালে নতুন পানি আসছে। সেখানে গোসল করা নিয়ে রুবেল ও শিপনদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এর জের ধরে শিপন ও তার বন্ধুরা রুবেলের ওপর হামলা করে। এতে গুরুতর আহত হয় রুবেল।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে য়ায়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান মঙ্গলবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রুবেল।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে রুবেলকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একটি টিম কাজ করছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সোহেল হোসেন/এসপি