কুষ্টিয়ার খোকসায় মাটির নিচ থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেডসদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টায় শিমুলিয়া ইউনিয়নের বসুয়া গ্রামের মৃত আবদুর রহিমের বাড়ি থেকে পরিত্যক্ত গ্রেনেডসদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান। পুলিশ ও স্থানীয়রা জানায়, এক মাস আগে বসুয়া গ্রামের মৃত আব্দুর রহিমের পরিবারের লোকজন গাছ কাটতে গিয়ে মাটির নিচে থেকে পরিত্যক্ত গ্রেনেডসদৃশ বস্তু দেখতে পাই।

পরে ওই বস্তুটি রহিমের স্ত্রী ঘরে তুলে রাখেন। এটা কী বস্তু তা বুঝতে না পেরে একটি ঘরে এক মাস রেখে দেন তিনি। বিষয়টি জানাজানি হলে বুধবার খোকসা থানা পুলিশ ওই বস্তুটি উদ্ধার করে। উদ্ধারের পর বস্তুটি মাটির নিচে পুঁতে রাখা হয়। 

ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, আমি জানতে পেরে সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত গ্রেনেডটি উদ্ধার করা করি। পরে নিরাপদে ওই এলাকার একটি জায়গায় মাটির নিচে পুঁতে রাখি।

রাজু আহমেদ/এমএসআর