২১ কেজির বাঘাইড়ের দাম ২৬ হাজার টাকা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনার মোহনা থেকে জেলের জালে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ২১ কেজি।
বৃহস্পতিবার (১৭ জুন) ভোরে দৌলতদিয়ায় ফেরিঘাটের অদূরে জেলে জয়নাল হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে আনলে মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের চাঁদনী আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী চান্দু মোল্লা জানান, ভোরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন জয়নাল হলদার। এ সময় তার জালে এই বাঘাইড় মাছটি ধরা পড়ে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মাছ ব্যবসায়ী দুলালের আড়তে নিয়ে এলে নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ১৫০ টাকা কেজি দরে ২৪ হাজার ১৫০ টাকা দিয়ে মাছটি কিনে নেই। পরে মাছটিকে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ২৬ হাজার ২৫০ টাকা বিক্রি করা হয়।
মীর সামসুজ্জামান/এমএসআর
বিজ্ঞাপন