বরগুনায় চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের চেষ্টা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের এক স্বতন্ত্র প্রার্থীকে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এই প্রার্থীর নাম মাহবুবুল আলম সুজন। তিনি আনারস প্রতীকে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ঘটনায় ওই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জালাল গাজীকে অভিযুক্ত করে বেতাগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সুজন।
বিজ্ঞাপন
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল আলম সুজনের অভিযোগ, বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে মাইক্রোবাসে করে বরিশাল থেকে বেতাগী ফিরছিলেন তিনি। পথে তাকে বহন করা মাইক্রোবাসটি বেতাগী উপজেলার ঝোঁপখালী এলাকার সেতুর কাছে পৌঁছালে তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের বেশ কয়েকজন কর্মী ও সমর্থক দেশীয় অস্ত্রসহ একটি মাইক্রোবাস নিয়ে তাকে বহন করা গাড়ির গতিরোধের চেষ্টা করেন। কিন্তু এতে ব্যর্থ হলে চেয়ারম্যান প্রার্থী সুজনের গাড়িটির গতিরোধকারীরা তাদের মাইক্রোবাস নিয়ে ধাওয়া দেন। এতে তিনি দ্রুত মাইক্রোবাসসহ বেতাগী থানায় গিয়ে আশ্রয় নেন।
চেয়ারম্যান প্রার্থী সুজনের অভিযোগ, তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী মো. জালাল গাজী অপহরণ করার উদ্দেশ্যে তাকে বহন করা মাইক্রোবাসের গতিরোধ ও পরবর্তীতে ধাওয়া দেন।
বিজ্ঞাপন
অভিযোগের বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী মো. জালাল গাজীর মুঠোফোনে বেশ কয়েকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ওই ইউনিয়নের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি প্রার্থীদের নিরাপত্তায় পুলিশ তৎপর রয়েছে। মাহবুবুল আলম সুজনের লিখিত অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমরা তার অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর এ ঘটনার পর পুলিশি প্রহরায় সুজনকে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মো. সাইফুল ইসলাম মিরাজ/এনএফ