পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় ৪ শতাধিক যানবাহন
পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ আগের চেয়ে বড় হয়ে গেছে। নদীতে স্রোত থাকায় ৩০ মিনিটের নৌপথ পাড়ি দিতে প্রতিটি ফেরির ট্রিপে সময় লাগছে পৌনে এক ঘণ্টা। নৌপথে সময় বেশি লাগার কারণে আগের চেয়ে ফেরির ট্রিপও কমে গেছে।
যার কারণে নৌপথ পারাপার হতে আসা আগত যানবাহনগুলোকে দীর্ঘ সময় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অপেক্ষায় থাকতে হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও যানবাহনে যাতায়াতে অন্যতম মাধ্যম এই পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ। স্বাভাবিক সময়ে এই নৌপথ দিয়ে গড়ে প্রতিদিন দেড় থেকে ২ হাজার যানবাহন ও হাজারও যাত্রী পারাপার হয়ে থাকে।
শুক্রবার (১৮ জুন) সাড়ে ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ আগের চেয়ে বড় হয়ে গেছে। যে কারণে ফেরির ট্রিপে সময় লাগছে। তবে নৌপথে যাত্রী ও যানবাহন পারাপার ১৫টি ফেরি চলাচল করছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, সরকারি ছুটির দিন হওয়াতে স্বাভাবিক সময়ের চেয়ে পাটুরিয়ায় যানবাহনের কিছুটা চাপ রয়েছে। সবশেষ পাটুরিয়ায় ২৫০ সাধারণ পণ্যবাহী ট্রাক, শতাধিক পরিবহন বাস, অর্ধশতাধিক ছোট গাড়ি মিলে চার শতাধিক যানবাহন নৌপথ পারাপারে অপেক্ষায় রয়েছে।
সোহেল হোসেন/এমএসআর