বাগেরহাটে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। ২৪ ঘণ্টায় ১৭৯ নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪৯ দশমিক ৭২ শতাংশ। এই নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৭৬ জনে দাঁড়াল।

এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৫০ জন। মারা গেছেন ৬৩ জন। শুক্রবার (১৮ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বিভিন্ন উপজেলায় সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে আশঙ্কাজনক হারে। সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে ফকিরহাটে। ফকিরহাট উপজেলায় গত ২৪ ঘণ্টায় ২৩টি নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই হিসাবে এই উপজেলায় করোনা সংক্রমণের হার ৬৫ শতাংশ।

সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, ২৪ ঘণ্টায় বাগেরহাটে নতুন করে আরও ৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। সংক্রমণের হার কমাতে আইন প্রয়োগের পাশাপাশি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

তানজীম আহমেদ/এমএসআর