অনলাইনে ইলিশ বিক্রির অনুমোদন পেলেন চাঁদপুরের ৭ ব্যবসায়ী
অনলাইনে ইলিশ বিক্রিতে প্রতারণা ও হয়রানির শিকার হয়েছেন অনেক ক্রেতা। প্রতারকরা চাঁদপুরের ইলিশ বলে পরিচয় দিয়ে এবং চাঁদপুরের ঠিকানা ব্যবহার করে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালিয়ে আসছিলেন। এসব প্রতারণা রোধে চাঁদপুর জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। জেলার স্থায়ী বাসিন্দা যারা অনলাইনে ইলিশ বিক্রি করেন, তাদের কাছ থেকে নিবন্ধনের জন্য আবেদন গ্রহণ করা হয়।
সারা দেশ থেকে মোট ৪৪টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৭ জন ব্যবসায়ীকে অনলাইনে ইলিশ বিক্রির জন্য নিবন্ধন প্রদান করা হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত ৭ ব্যবসায়ীর হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
জেলা প্রশাসক বলেন, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে প্রাথমিকভাবে ৭ জনকে নিবন্ধন দেয়া হয়েছে। এই প্রক্রিয়া প্রতিবছর চালু থাকবে। নিবন্ধনের জন্য কোনো ধরনের ফি নেওয়া হয়নি। ভবিষ্যতে ১ থেকে ২ বছরের জন্য নবায়নের ব্যবস্থা করা হতে পারে। তবে তখনও কোনো অর্থ নেওয়া হবে না।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, কোনো ব্যবসায়ী যদি তার কার্যক্রম বন্ধ রাখেন, তাহলে তার নিবন্ধন বাতিল করে দেওয়া হবে। মূলত চাঁদপুরের ইলিশের ঐতিহ্য রক্ষা করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য, যাতে কেউ চাঁদপুরের নাম ব্যবহার করে প্রতারণা করতে না পারে।
জেলা প্রশাসক জানান, নিবন্ধিত ব্যবসায়ীদের তালিকা জেলা প্রশাসকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এতে অন্যরাও নিবন্ধনের প্রতি আগ্রহী হবেন এবং যারা বাইরে থেকে প্রতারণা করছেন তারা বিরত হবেন। এ বিষয়ে জেলা প্রশাসন নিয়মিত প্রচার চালাবে।
নিবন্ধিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে ডিসি বলেন, কেবলমাত্র চাঁদপুরের স্থানীয় ব্যবসায়ীরাই এই নিবন্ধন পেয়েছেন। অন্য জেলার কেউ চাঁদপুরের ইলিশ বিক্রি করতে পারবে না। কেউ যেন হাতিয়ার ইলিশ চাঁদপুরের নামে বিক্রি না করেন, কারণ হাতিয়ার ইলিশের দাম তুলনামূলকভাবে কম। যাতে কোনো ক্রেতা প্রতারিত না হন এবং চাঁদপুরের ইলিশের সুনাম অক্ষুণ্ণ থাকে।
আরও পড়ুন
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন বলেন, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মোট ৪৪টি আবেদন পাওয়া গেছে। যাচাই-বাছাই শেষে ৭ জনকে নিবন্ধন প্রদান করা হয়েছে। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। চাঁদপুর জেলার যে কেউ আবেদন করতে পারবেন। সঠিকভাবে যাচাই করে উপযুক্তদের নিবন্ধনের আওতায় আনা হবে।
অনলাইনে ইলিশ বিক্রির জন্য নিবন্ধন পাওয়া ফেসবুক পেজগুলো হলো- ইলিশ ভাইয়া চাঁদপুর, মাছ পল্লী, একিন সপ, তাজা ইলিশ.কম, ইলিশ রানী, রুপালী বাজার, সজিব ইলিশের বাজার চাঁদপুর।
আনোয়ারুল হক/এআরবি