দীর্ঘদিন ধ‌রে হাসপাতা‌লে কোনো অস্ত্রোপচার হ‌তো না। গুরুতর রোগী‌দের উন্নত চি‌কিৎসার জন‌্য পাঠা‌নো হতো অন‌্য হাসপাতা‌লে। ফ‌লে দু‌র্ভোগ পোহা‌তে হতো উপ‌জেলাবাসীকে। তাই দেড় যুগ পর গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্ত্রোপচারকক্ষের উদ্বোধন করা হয়।

সম্প্রতি স্থানীয় সাংসদ ছোট মনির এই কক্ষের উদ্বোধন ক‌রেন। ফ‌লে এই অঞ্চ‌লের রোগী‌দের আর অন‌্যত্র গি‌য়ে অস্ত্রোপচার করা‌তে হ‌বে না। এ ছাড়া হাসপাতা‌লে বীর মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা কেবিন করা হয়।

জানা গে‌ছে, অনুন্নত গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে উন্ন‌ত ক‌রে প্রশাসনিক ব্লক, ডিজিটাল এক্স-রে মেশিন ও আলট্রাসনোগ্রাম মেশিন, জির্ন স্পার্ট মেশিন, আধুনিক অপারেশন থিয়েটার, ডেন্টাল ইউনিট, সিজারিয়ান সেকশন, স্পেশাল কেবিন ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা কেবিন করা হ‌য়ে‌ছে।

টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আস‌নের সাংসদ ছোট মনির বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন ও পরিবর্তনের ছোঁয়া দেওয়ার পাশাপাশি দীর্ঘ ২০ বছর পর আধুনিক অস্ত্রোপচারকক্ষের উদ্বোধন করা হয়েছে।

এনএ