খুলনায় পরিবেশদূষণসহ বিভিন্ন অপরাধে ১১টি গাড়ির মালিককে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট। মঙ্গলবার (২১ অক্টোবর) এই অভিযানে মোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

পরিবেশ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে নগরীর বয়রা পূজাখোলা এলাকায় নির্মাণ সামগ্রী অনাবৃত অবস্থায় পরিবহনের অভিযোগে একটি বালুবাহী ট্রাককে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুয়ায়ী ৫০০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ক্ষতিকর কালো ধোঁয়া নিঃসরণের দায়ে দুটি গাড়ির বিরুদ্ধে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী অতিরিক্ত শব্দ দূষণের দায়ে সাতটি গাড়িকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, মোটরযান আইনে এক গাড়ির বিরুদ্ধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এই অভিযানে পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক রাজিব কুমার বাইন উপস্থিত ছিলেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. আসিফ আলম এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করে পুলিশের একটি টিম।

মোহাম্মদ মিলন/এআরবি