কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে ৭০ ভরি স্বর্ণ, বাংলাদেশি ২৬ হাজার ও মিয়ানমারের ৩১ হাজার টাকাসহ দুইজন রোহিঙ্গাকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

রোববার (২০ জুন) বিকেলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাইমুল হক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। আটকরা হলেন উখিয়ার কুতুপালং শিবিরের ৫ নম্বর ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইসলামের ছেলে মোহাম্মদ আয়ুব (৩৪) ও তার স্ত্রী নুরুন নেসা (৩৩)।

এপিবিএন কর্মকর্তারা বলেন, শনিবার গভীর রাতে আয়ুবের বসতবাড়ির ভেতরের মাটি খুঁড়ে ৭০ ভরি স্বর্ণ, ২৬ হাজার ৩০০ বাংলাদেশি ও ৩১ হাজার মিয়ানমারের টাকা উদ্ধার করা হয়।

অধিনায়ক নাইমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন সদস্যরা জানতে পারেন আয়ুবের বসতঘরে স্বর্ণ মজুদ করা হয়েছে। পরে তার ঘরের ভেতরের মাটি খুঁড়ে এসব স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার করা হয়। তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

এমএসআর