রংপুর বিভাগে প্রতিদিন করোনাভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েই চলছে। সঙ্গে মৃত্যুর পরিসংখ্যানও হচ্ছে দীর্ঘ। গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় আরও ২০৭ জন করোনা পজিটিভ হয়েছেন। একই সময়ে এই ভাইরাসে আক্রান্তে রংপুরে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৫৩ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৪ জন রোগী। বিভাগে বর্তমানে ২১ হাজার ৮৩৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭৪৫ জন।

রোববার (২০ জুন) বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন।  

স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (১৯ জুন) বিভাগের আট জেলার ৫৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে ২০৭ জন করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে বিভাগে ১ লাখ ৪৩ হাজার ৫৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে দিনাজপুরে ৬৭ জন, ঠাকুরগাঁওয়ে ৫৬ জন, কুড়িগ্রামে ২৬ জন, রংপুরে ১৯ জন, লালমনিরহাটে ১৫ জন, গাইবান্ধায় ১০ জন, পঞ্চগড়ে ৯ জন, এবং নীলফামারীতে ৫ জন রয়েছেন। একই সময়ে রংপুরের করোনায় আক্রান্ত ১ জন রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার পর্যন্ত দিনাজপুুর জেলায় করোনায় ৬ হাজার ৯৪৩ জন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ১৬৫ জনে রয়েছে। রংপুর জেলায় ৫ হাজার ৩৯৭ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ১০৫ জনের। ঠাকুরগাঁও জেলায় ২ হাজার ৩৩৩ জন আক্রান্ত ও ৫৭ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৮৭০ জন আক্রান্ত ও ২৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও নীলফামারী জেলায় ১ হাজার ৬৭৫ জন আক্রান্ত ও ৩৮ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৪৪১ জন আক্রান্ত ও ২৬ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ২৮৮ জন আক্রান্ত ও ১৯ জনের মৃত্যু এবং পঞ্চগড় জেলায় ৮৯১ জন আক্রান্ত ও ২০ জনের মৃত্যু হয়েছে।

ভারপ্রাপ্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, মানুষের সচেতনতার অভাব বেশি। মুখে মাস্ক পরিধান করা কমে গেছে। স্বাস্থ্যবিধি অমান্য করে অবাধে চলাফেরাও বেড়েছে। এ রকম উদাসীনতার কারণে পুরো বিভাগ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। 

ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর