পুকুরে বিষ দিয়ে অর্ধলক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

গাইবান্ধা সদর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা জ্ঞানেন্দ্র নাথ বরুড়ার পুকুরে বিষ দিয়ে অর্ধলক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) ভোরে উপজেলার মালিবাড়ি ইউনিয়নের বারবলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বীর মুক্তিযোদ্ধা জ্ঞানেন্দ্র নাথ বরুড়া বলেন, দুই বিঘা আয়তনের পুকুরটি চুক্তির বিনিময়ে গ্রামের ফজলার রহমানকে মাছ চাষের জন্য দিই। দীর্ঘদিন ধরে ফজলার রহমান ওই পুকুরে মাছচাষ করে আসছিলেন। বৃহস্পতিবার ভোরে ফজলারের পুকুরে বিষ ঢেলে দেয় দুবৃর্ত্তরা। এতে পুকুরের সব মাছে মরে ভেসে ওঠে।

ফজলার রহমান বলেন, একই গ্রামের বিজয়, আদেশ, উৎপল ও দীপুর সঙ্গে মাছচাষ নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি তাদের বিরুদ্ধে সদর থানায় জিডি করি। জিডির পরই আমার পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। এতে আমার পুকুরের সব মাছ মরে যায়। এ ঘটনায় মামলা করব আমি।

এএম