নাটোরের সিংড়া থেকে চুরি হওয়া ২২২ বস্তা ধান বগুড়ার ধুনটে উদ্ধার হয়েছে। রোববার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার এলাঙ্গী বাজার এলাকার সুমন ঘোষ নামে এক ব্যবসায়ীর গুদাম থেকে ধানভর্তি বস্তাগুলো উদ্ধার করে সিংড়া থানা পুলিশ। 

এর আগে ৬ জুন রাতে সিংড়ার চৌগ্রাম এলাকা থেকে ধানবোঝাই একটি ট্রাক ছিনতাই করে ধুনটে নিয়ে যায় ছিনতাইকারীরা। ধান উদ্ধারের সময় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সিংড়া থানা সূত্রে জানা গেছে, নওগাঁর রানীনগর এলাকার মোজাম্মেল হক ৬ জুন তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২৪০ বস্তা ধান ট্রাকে করে (ঢাকা মেট্রো ট ২২-৭৮৭৭) নাটোরের বড়াইগ্রামের উদ্দেশে রওনা হয়। রাত ১০টার দিকে সিংড়ার চৌগ্রাম এলাকায় পৌঁছে। এ সময় ছিনতাইকারীরা গতিরোধ করে ধানবোঝাই ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় ওই রাতেই ব্যবসায়ী মোজাম্মেল হক সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে ৭ জুন রাতে বগুড়ার শাহজাহানপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় খালি ট্রাক জব্দ করে। এরপর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিংড়া এলাকার ইয়াছিন ও রানীনগর এলাকার মন্টু মিয়াকে আটক করে পুলিশ। 

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ধুনট উপজেলার এলাঙ্গী বাজার এলাকায় সুমন ঘোষের গুদাম থেকে ধানভর্তি বস্তা উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ব্যবসায়ী সুমন ঘোষ পলাতক রয়েছেন।

সোমবার সকালে সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া পুরো চক্রটিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধান উদ্ধারের জন্য আমরা সিংড়া থানা পুলিশকে সহযোগিতা করেছি। উদ্ধার করা ধানের বস্তা সিংড়া পুলিশের হেফাজতে রয়েছে।

সাখাওয়াত হোসেন জনি/এসপি