নির্যাতিত স্কুলছাত্রীকে নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ

নরসিংদীর মনোহরদী উপজেলায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে এক স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (০৯ ডিসেম্বর) রাতে স্কুলছাত্রীর বন্ধু শাওন (২৫) ও তার তিন সহযোগীর বিরুদ্ধে মনোহরদী থানায় মামলা করেছেন নির্যাতিত স্কুলছাত্রীর মা। 

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে নির্যাতিত স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ১০ম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে অভিযুক্ত শাওন মিয়ার সম্পর্ক ছিল। ৩ ডিসেম্বর হাতিরদিয়ার একটি পার্কে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নেন শাওন।

পার্কে সারাদিন ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান শাওন ও তার তিন সহযাগী। সেখানে চারদিন আটকে রেখে তাকে দলবেঁধে ধর্ষণ করেন তারা। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দিবাগত রাতে ছাত্রীকে মনোহরদীর চালাকচর বাজারের পাশে ফেলে যান অভিযুক্তরা।

অভিযুক্ত শাওন মিয়া মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের চঙ্গাইন গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। অন্যরা হলেন মো. আশিক (২৩), মো. মোবারক হোসেন (২২), মো. সুমন (২২) ও মোবারক হাসান (২২)। 

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদর গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি মনিরুজ্জামান।

এএম