ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেন, বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে রাষ্ট্রীয় মূলনীতিকে তছনছ করেছে। বাঙালি জাতীয়তাবাদ রেখে বাংলাদেশি জাতীয়তাবাদ করেছে। আজ তাদের উত্তরসূরিরা ভাস্কর্য নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র করছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন এবং মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাভাবিকভাবে দেশ চলছিল। হঠাৎ করে ভাস্কর্য নিয়ে একটা রাজনীতি শুরু হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতিরক্ষা করে যে মূলনীতির ওপর বাংলাদেশের জন্ম হয়েছিল। জিয়াউর রহমান তা নষ্ট করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মো. কায়সার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী শরিফ উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ প্রমুখ।

এমএসআর