বগুড়ায় বিশ্ববিদ্যালয় নির্মাণের ঘোষণা বাস্তবায়নের দাবি
বগুড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখার সমাবেশ
বগুড়ায় পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি জানিয়ে সমাবেশ করেছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখার নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখা শহরের সাতমাথায় এ সমাবেশ করে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখার সভাপতি ধনঞ্জয় বর্মনের সভাপতিত্বে পূজা প্রামাণিকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- বাসদ জেলা সদস্য কমরেড মাসুদ পারভেজ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি শ্যামল বর্মন, জেলা স্কুলবিষয়ক সম্পাদক রিতু খাতুন ও সাইফুল ইসলাম।
বিজ্ঞাপন
সমাবেশে বক্তারা বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া জেলা ভৌগোলিক, ঐতিহাসিক, রাজনৈতিক, শিক্ষা- সংস্কৃতি ও শিল্প-সাহিত্যের দিক দিয়ে বাংলাদেশের মধ্যে অন্যতম একটা জেলা। প্রবাদ আছে, ‘যে দেশ যত বেশি শিক্ষিত সে দেশ তত বেশি উন্নত।’
রাজশাহী বিভাগের মধ্যে শিক্ষায় প্রথম সারিতে বগুড়া। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী দেশের বিভিন্ন জায়গায় অভাবনীয় অবদান রাখছে। অথচ যেভাবে প্রতি বছর শিক্ষার্থী বাড়ছে সে তুলনায় স্কুল-কলেজ তথা বিশ্ববিদ্যালয় বাড়ছে না।
বিজ্ঞাপন
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা এবং প্রত্যেক জেলায় বিশ্ববিদ্যালয় নির্মাণ দাবি দীর্ঘদিন ধরে করছেন । সব দিক বিবেচনায় বগুড়ায় একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় জরুরি। আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান সরকার ২০১৫ সালের ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয় নির্মাণের ঘোষণা দিলেও ৫ বছরেও তা বাস্তবায়ন হয়নি।
এএম