কিশোরগঞ্জের করিমগঞ্জে ডোবার পানিতে ডুবে আশামণি (৯) ও আয়শা আক্তার (১০) নামে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুন) দুপুর উপজেলার গুনধর ইউনিয়নের আশতকা মানিকপুর গ্রামের নুরেরভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

তাদের মধ্যে আশামণি কৃষক কামাল মিয়ার মেয়ে ও আয়শা আক্তার আবুল কাশেমের মেয়ে। জানা গেছে, দুপুরে ৫ শিশু বাড়ির সামনের ডোবাতে গোসল করতে যায়। একপর্যায়ে তিন শিশু গোসল শেষে বাড়িতে ফিরে আসে।

কিন্তু বাকি ২ শিশু দীর্ঘক্ষণ পরও ফিরে না আসায় পরিবার ও আশপাশের লোকজন তাদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর ২টার দিকে ওই ডোবায় দুই শিশুর মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে।

গুনধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল সাকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই দুই শিশু সম্পর্কে চাচাতো বোন। শিশুদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসকে রাসেল/এমএসআর