বাগেরহাটে করোনায় ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১১২ নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বাগেরহাটে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৯২ জন। মারা গেছেন ৭০ জন।
এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪০ জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৭৮১ জন। মঙ্গলবার (২২ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, ২৪ ঘণ্টায় ১১২ জনের নমুনায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়। সেই হিসেবে শনাক্তের হার ৫০ শতাংশ। আমরা বিভিন্নভাবে পরীক্ষা বৃদ্ধি করেছি, যাতে নীরব সংক্রমণ বন্ধ হয়। এছাড়াও ঝুঁকিপূর্ণ উপজেলা মোংলা ও মোড়েলগঞ্জে স্বাস্থ্য বিভাগের বিশেষ নজরদারি রয়েছে।
জেলা প্রশাসক আজিজুর রহমান বলেন, সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে আমরা সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছি। আমরা জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবীসহ সব ধরনের পেশার মানুষের সঙ্গে সভা করেছি। সকলকে যার যার জায়গা থেকে মানুষকে সচেতন করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
তানজীম আহমেদ/এমএসআর