বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আরও এক যুবকের মৃত্যু
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের নাম রায়হান খান (২২)। তিনি চরডুমুরিয়া খানবাড়ির রুস্তম খানের ছেলে এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন। নিহতের স্বজনরা জানান, রায়হান সোমবার সকালে অটো চালাতে বাড়ি থেকে বের হওয়ার সময় সংঘর্ষে গুলিবিদ্ধ হন।
বিজ্ঞাপন
জানা গেছে, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল গ্রুপের সঙ্গে একই এলাকার ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন ও আরিফ মীরের নেতৃত্বাধীন গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলছিল।
এই বিরোধের জেরে সোমবার সকালে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আরিফ মীর মারা যান। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে রায়হান মঙ্গলবার দুপুরে মারা যান এবং অপর গুলিবিদ্ধ ইমরান আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
বিজ্ঞাপন
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রায়হান নামের একজন মারা গেছেন, আমরাও খবর পেয়েছি।
তিনি আরও বলেন, গতকালের ঘটনায় এখনো কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি। তবে আমরা দুইজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করেছি।
ব. ম. শামীম/এআরবি