ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন তারা
আটক তিনজন
ময়মনসিংহ সদরের রঘুরামপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র-শস্ত্রসহ চারজনকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪। র্যাবের দাবি, আটকরা দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছিল।
আটকরা হলো ওই এলাকার মিজানুর রহমান (৪০), সবুজ মন্ডল (৩৪), শামিম (২১) ও মো. হানিফ (১৯)। মঙ্গলবার (২২ জুন) দুপুরে র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
র্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার হান্নানুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ জুন) রঘুরামপুর এলাকায় অভিযান চালায় র্যাব-১৪ ময়মনসিংহের একটি দল। পরে ডাকাতির প্রস্তুতিকালে ওই চারজনকে আটক করতে সক্ষম হয় তারা। এ সময় তাদের কাছ থেকে পাইপগান, পিস্তল ও শটগানের গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-১৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত বলেন, আটকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় দলে-উপদলে বিভক্ত কিশোর গ্যাং-এর নেতৃত্ব দিয়ে ছিনতাই, ডাকাতি এবং আধিপত্য বিস্তারের মাধ্যমে বিশৃঙ্খলা করে আসছিল। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়।
বিজ্ঞাপন
উবায়দুল হক/এমএসআর