শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল

বগুড়ায় ২৪ ঘণ্টায় এক নারীসহ আরও ৩ জন প্রাণ হারিয়েছেন করোনাভাইরাসে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৩৬ জন। মৃতরা হলেন জয়পুরহাট জেলার ফাতেমা খাতুন (৪০) ও কবির উদ্দিন (৭৭) এবং গাইবান্ধার তাজুল ইসলাম (৬৫)।

এদের মধ্যে ফাতেমা ও তাজুল ইসলাম সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এবং কবির উদ্দিন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগের দিন জেলায় করোনায় আরও ৫ জন প্রাণ হারান। এই নিয়ে ৭ দিনে মৃত্যু হলো ২৪ জনের। মঙ্গলবার (২২ জুন) দুপুরে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জেলায় ২৪ ঘণ্টায় ১৫৩ নমুনার ফলাফলে নতুন করে ৩৬ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৩ দশমিক ৫২ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৩৫ জন। আক্রান্ত ৩৬ জনের মধ্যে সদরের ২১ জন, আদমদীঘিতে ৬ জন, শিবগঞ্জে ৩ জন, সোনাতলায় ২ জন, দুপচাঁচিয়ায় ২ জন, ধুনট ও গাবতলীতে একজন করে আক্রান্ত হন।

ডা. তুহিন আরও বলেন, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৯৯২ জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ২৪৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৩ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩৫৩ জনে ঠেকেছে।

সাখাওয়াত হোসেন জনি/এমএসআর