রাজশাহী বিভাগে করোনায় আরও ১১ জনের মৃত্যু
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাজশাহী অঞ্চলে। সংক্রমণ ছুঁই ছুঁই করছে অর্ধলাখ। গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় করোনা ধরা পড়েছে ৭৬৩ জনের। এই এক দিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১১ জন। এ পর্যন্ত বিভাগে করোনা শনাক্ত হয়েছে মোট ৪৮ হাজার ৮৯১ জনের। এর মধ্যে মারা গেছেন ৭৫০ জন।
মঙ্গলবার (২২ জুন) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এদিকে, করোনার হটস্পট এখনও রাজশাহী। এই জেলায় গত এক দিন ৩২৬ জনের করোনা ধরা পড়েছে। এটি গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড। একই দিনে জয়পুরহাটে ১১০, নাটোরে ৭০, নওগাঁয় ৬৭, পাবনায় ৬৫, চাঁপাইনবাবগঞ্জে ৫৩, বগুড়ায় ৩৬ এবং সিরাজগঞ্জে ৩৬ জনের করোনা ধরা পড়েছে।
অন্যদিকে, এক দিনে বিভাগে যে ১১ জন প্রাণ হারিয়েছেন তার মধ্যে চারজন চাঁপাইনবাবগেঞ্জর বাসিন্দা। এছাড়া বগুড়ায় তিনজন, রাজশাহীতে দুজন এবং নাটোর ও জয়পুরহাটে একজন করে মারা গেছেন করোনায়।
বিজ্ঞাপন
বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভাগে করোনায় যে ৭৫০ জন প্রাণ হারিয়েছেন তার মধ্যে সর্বোচ্চ ৩৫১ জন বগুড়া জেলার বাসিন্দা। এছাড়া রাজশাহীতে ১২৬, চাঁপাইনবাবগঞ্জে ৯৫, নওগাঁয় ৬৪, নাটোরে ৪৩, সিরাজগঞ্জে ২৮, পাবনায় ২২ এবং জয়পুরহাটে ২১ জন প্রাণ হারিয়েছেন।
এ পর্যন্ত বিভাগের আট জেলায় হাসপাতালে চিকিৎসাধীন ৪ হাজার ৮২২ জন। এর মধ্যে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন। এ পর্যন্ত বিভাগে করোনাজয় করেছেন ৩৫ হাজার ৮৩৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছেন ২৫৯ জন।
ফেরদৌস সিদ্দিকী/এমএসআর