ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার ১৮ কর্মকর্তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে হালুয়াঘাট উপজেলা বিএনপির কার্যালয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঙ্গে চাকরিচ্যুতরা দেখা করে সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি ধৈর্য্য সহকারে তাদের কথা শোনেন এবং বিষয়টি দলের নীতি-নির্ধারনী মহলের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

চাকরিচ‍্যুতরা হলেন- কিশোরগঞ্জ ভৈরব শাখার জুনিয়র ক‍্যাশ অফিসার মো. ইকবাল হোসেন, বরগুনা শাখার অ্যাসিস্ট‍্যান্ট অফিসার সুমাইয়া সিদ্দিকী, মাদারীরের টেকেরহাট শাখার ক‍্যাশ অফিসার মো. আশরাফুল আলম, মুক্তাগাছা এসএমই শাখার জুনিয়র অফিসার নীলুফা আক্তার, খুলনা পাইকগাছা শাখার অ্যাসিস্ট‍্যান্ট অফিসার আশিকুজ্জামান, ভোলার চরফ‍্যাশন শাখার অ্যাসিস্ট‍্যান্ট অফিসার জেনারেল সাদ্দাম হোসেন, ফুলবাড়ীয়া শাখার অ্যাসিস্ট‍্যান্ট অফিসার মোস্তফা হোসেন, খুলনা পাইকগাছা শাখার জুনিয়র ক‍্যাশ অফিসার শহীদুল ইসলাম, পটুয়াখালীর কলাপাড়া শাখার জুনিয়র অফিসার মাহমুদুল হাসান রোহান, ফুলপুর শাখার অ্যাসিস্ট‍্যান্ট অফিসার সাবিকুন্নাহার, টাঙ্গাইল শাখার জুনিয়র অফিসার তানভীর আহমেদ নাঈম এবং বাঘেরহাটের মোড়লগঞ্জ শাখার অ্যাসিস্ট‍্যান্ট অফিসার সাঈদা আক্তারসহ সংশ্লিষ্ট ব‍্যাংকের অন‍্যান‍্য ১৮ কর্মকর্তা।

চাকরিচ্যুত আশরাফুল আলম বলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে আমরা ইসলামী ব্যাংকে চাকরিতে প্রবেশ করলেও বর্তমান জামায়াত প্রভাবিত কর্তৃপক্ষ সম্পূর্ণ রাজনৈতিক কারণে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে। জামায়াতে ইসলামীকে মাসিক চাঁদা (ইয়ানত) দিতে অস্বীকৃতি জানানোয় আমাদেরকে কালো তালিকাভুক্ত করে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুত হয়ে বর্তমানে আমরা মানবেতর অবস্থায় হতাশাগ্রস্ত হয়ে অসহায় জীবনযাপন করছি।

এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে চাকরিচ্যুতরা আগামী নির্বাচনে ময়মনসিংহ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে ফুলেল শুভেচ্ছা জানান।

আমান উল্লাহ আকন্দ/আরএআর