নাটোরের ৮ পৌরসভায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নাটোরের আটটি পৌরসভায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। আগামী ২৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি থাকবে।
মঙ্গলবার (২২ জুন) রাত সাড়ে ৯টায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ।
বিজ্ঞাপন
পৌরসভাগুলো হচ্ছে- নাটোর পৌরসভা, সিংড়া পৌরসভা, নলডাঙ্গা পৌরসভা, গুরদাসপুর পৌরসভা, বনপাড়া পৌরসভা, বড়াইগ্রাম পৌরসভা, লালপুরের গোপালপুর পৌরসভা এবং বাগাতিপাড়া পৌরসভা।
সভায় বলা হয়, নাটোরের করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় নাটোর ও সিংড়া পৌরসভায় প্রথম এক সপ্তাহ পরে তা বাড়িয়ে আরও এক সপ্তাহের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তারপর থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বিধিনিষেধ সফল করার জন্য নানা ধরনের ব্যবস্থা নেয়।
মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানো হয়। বিভিন্ন রাস্তায় পুলিশ ব্যারিকেড দেয়। তারপরও মানুষ সচেতন না হওয়ায় করোনা পরিস্থিতির উন্নতি হয়নি। বরং খারাপের দিকে যাচ্ছে। তাই আগামী ২৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত নাটোরের ৮টি পৌরসভায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, করোনা সংক্রমণ কমিয়ে আনার জন্য নাটোর এবং সিংড়া পৌরসভায় ১৪ দিনের বিধিনিষেধ আজ শেষ হয়েছে। কিন্তু তাতেও সংক্রমণের হার কমেনি। যার কারণে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলার আটটি পৌরসভায় বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, জেলা করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলার আটটি পৌরসভায় কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। আমরা কঠোরভাবে বিধিনিষেধ পালনের জন্য প্রস্তুতি নিচ্ছি।
তাপস কুমার/আরএআর