ময়মনসিংহে স্থাপিত নটরডেম কলেজের বহিষ্কৃত ৭ শিক্ষক সংবাদ সম্মেলন করেছেন। এ সময় তারা অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানান। অন্যথায় বকেয়া পাওনাদি পরিশোধসহ ৬ দফা দাবি আদায়ে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করা হয়।

বহিষ্কৃতরা হলেন, রসায়ন বিভাগের প্রভাষক মোস্তাফিজার রহমান রানা, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক মাহামুদুল হাসান মামুন, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক মাহমুদ হাসান এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক সাইফুল ইসলামসহ প্রমুখ।

সংবাদ সম্মেলনকারীদের অভিযোগ, কলেজের প্রফিডেন্ট ও গ্র্যাচুইটি ফান্ডে ব্যাপক অনিয়ম ও আর্থিক দুর্নীতি চলছে। যোগ্যতা থাকা সত্ত্বেও দীর্ঘ ১০ বছরেও দেওয়া হচ্ছে না প্রমোশন। নিয়ম অনুযায়ী শিক্ষক প্রতিনিধি নির্বাচন না করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ একচেটিয়া কর্তৃত্ব বজায় রেখেছেন। ফলে কলেজের অভ্যন্তরে তথ্য গোপন এবং জবাবদিহিতার অভাবে পক্ষপাতমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। আর্থিক লেনদেনেও রয়েছে অনিয়ম। এসব ঘটনায় একাধিকবার জেলা প্রশাসনে বৈঠক হলেও অধ্যক্ষ ড. ফাদার থাদেউস হেম্ব্রম কোনো আইন মানছেন না।

তবে অভিযোগ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করলেও অধ্যক্ষ ড. ফাদার থাদেউস হেম্ব্রম মোবাইল কল রিসিভ করেননি। 

তবে এদিন সন্ধ‍্যায় কলেজের প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নটরডেম একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের শৃঙ্খলা মেনে যথাযথ প্রক্রিয়াগ্রহণ করে অভিযুক্তদের বহিষ্কার করা হয়েছে। এতে আইনের কোনো ব্যত্যয় নেই।  

আমান উল্লাহ আকন্দ/এমএএস