‘গণিতে হোক চিত্ত অভয়-গণিতে হোক বিশ্বজয়’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তরের উদ্যোগে গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে বেগমগঞ্জের চৌমুহনী হ্যাংআউট রেস্টুরেন্টে এ আয়োজন হয়। অনুষ্ঠানে অতিথিরা ১০০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, প্রাইজমানি ও বিভিন্ন পুরস্কার তুলে দেন।

ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তরের সভাপতি দাউদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী। গণিতচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, মননশীলতা ও সৃজনশীলতা তৈরি করে। এমন উদ্যোগ তাদের ভবিষ্যৎ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন বলেন, গণিতচর্চা তরুণদের চিন্তাশক্তি ও যুক্তিবোধকে আরও শক্তিশালী করে। এমন আয়োজন নতুন প্রজন্মকে বিশ্বমঞ্চে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গণিত অলিম্পিয়াড কার্যকর ভূমিকা রাখে। আমরা চাই দেশের প্রতিটি অঞ্চলে এমন আয়োজন ছড়িয়ে পড়ুক।

অলিম্পিয়াডে অংশ নেওয়া মেধাবী শিক্ষার্থী সাবিহা তাসনিম বলেন, অংশগ্রহণের মাধ্যমে আত্মবিশ্বাস বেড়েছে। ভবিষ্যতেও গণিতকে ভালোবেসে এগিয়ে যেতে চাই।

নবম শ্রেণির আরেক অংশগ্রহণকারী আরাফাত হোসেন বলেন, এই প্রতিযোগিতা আমাদের নতুন করে স্বপ্ন দেখিয়েছে। এমন আয়োজন আরও হলে আমরা আরও শিখতে পারব।

জেলা উত্তর শাখার অফিস সম্পাদক আমিমুল ইহসান ফাহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা উত্তর সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, জেলা উত্তর অর্থ সম্পাদক ওসমান গনি প্রমুখ বক্তব্য রাখেন।

হাসিব আল আমিন/এআরবি