বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমি সত্য বললে সবাই আমায় পাগল বলে। আবার কেউ কেউ বলে অর্বাচীন। আমি সত্য কথা বললে অনেকের বিরুদ্ধে যায়, তাই আমাকে এসব বলে।

শুক্রবার (২৫ জুন) দুপুর ১২টায় ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, র‍্যাব চরএলাহী থেকে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মো. সামছু উদ্দিনকে আটক করেছে। আমি এতদিন ধরে বলছি সঠিকভাবে অভিযান চালালে কোম্পানীগঞ্জ থেকে অনেক অস্ত্র উদ্ধার করা যাবে। আজ তো সবাই দেখেছে কাদের কাছ থেকে অস্ত্র পাওয়া যায়।

তিনি আরও বলেন, কোম্পানীগঞ্জে আরও অস্ত্র আছে। পুলিশকে সবগুলো অস্ত্র উদ্ধার করতে হবে। যাদের থেকে অস্ত্র পাওয়া যায় তাদেরকে রিমান্ডে নিলেই সত্য ঘটনা বের হয়ে আসবে। কারা সাংবাদিক মুজাক্কির ও সিএনজিচালক আলাউদ্দিনকে হত্যা করেছে তা বের হয়ে আসবে।

অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়ে কাদের মির্জা বলেন, প্রশাসনের এমন অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হলে কোম্পানীগঞ্জে শান্তি আসবে। আপনারা অভিযান অব্যাহত রাখুন। আমার কোনো লোক যদি অভিযানে আটক হয় তাতে আমি কিছু বলবো না। তারপরও অস্ত্র উদ্ধার হোক। যাদের কাছে অস্ত্র পাওয়া যাবে তাদের রিমান্ডে নিলেই আসল হোতাদের মুখোশ উন্মোচন হবে। 

এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) রাতে কোম্পানীগঞ্জের চরএলাহী থেকে মো. সামছু উদ্দিন (৩৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তার কাছ থেকে তিনটি বন্দুক ও ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। পরে তাকে অস্ত্রসহ কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

শুক্রবার (২৫ জুন) দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি  নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার।

তিনি বলেন, অস্ত্রসহ আটক সামছু উদ্দিনকে থানায় সোপর্দ করেছে র‌্যাবের কর্মকর্তারা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হাসিব আল আমিন/আরএআর