প্রতিদিন বাড়ছে সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে করোনা রোগীর সংখ্যা। সেইসঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে সর্বোচ্চ ১৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৬১ দশমিক ৯ শতাংশ। মারা গেছেন দুজন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮০ জনে।

জানা যায়, আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ৮২ জন, শৈলকুপায় ২১ জন, হরিণাকুণ্ডুতে ২৮ জন, কালীগঞ্জে ৩১ জন, কোটচাঁদপুরে ৮ জন এবং মহেশপুরে ৯ জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, শুক্রবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে ২৯৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ১৭৯ জনের ফলাফল পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮৯০ জনে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ১ জন ও হরিণাকুণ্ডুতে একজন মারা গেছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮০ জনে।

আব্দুল্লাহ আল মামুন/এমএসআর