বাৎসরিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ (শনিবার) রাজবাড়ী পৌর এলাকা ও সদর উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১৭ ডিসেম্বর) রাজবাড়ী ওজোপাডিকোর বিক্রয় ও বিপণন বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. মামুন-অর-রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ওজোপাডিকোলিঃ, রাজবাড়ী দপ্তরের সজ্জনকান্দার ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বাৎসরিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সজ্জনকান্দার ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন রেলগেট, প্রধান সড়ক, সজ্জনকান্দা, বেড়াডাঙ্গা-১/২/৩, কাজীকান্দা, বড়পুল, হোসনাবাদ, শ্রীপুর, রামকান্তপুর, ভবানীপুর, চরলক্ষিপুর, কাজীবাধা, মাটিপাড়া, বানীবহ, কল্যাণপুর, আলাদীপুর, গোয়ালন্দ মোড়, বসন্তপুর, কোলারহাট, রাজাপুর, ধর্মশী ইত্যাদি এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাময়িক এ অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন। 

মীর সামসুজ্জামান সৌরভ/বিআরইউ