চেকপোস্টে দুইজন নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য প্রত্যাহার
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সংকেত অমান্য করে ট্রাকের নিচে চাপা পড়ে দুইজন মোটরসাইকেল আরোহীর নিহতের ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক প্রত্যাহার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ।
বিজ্ঞাপন
তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটনায় সার্জেন্ট দেলোয়ার হোসেন ও টিএসআই মতিউর রহমানকে দায়িত্ব থেকে সাময়িক প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এ ছাড়া, শহরের পুলিশ লাইনে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সদস্যরা। বিকেল সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বাসিন্দা রিফাত ও সোহাগ মোটরসাইকেল যোগে সার্কিট হাউজ রোড দিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এই সময় ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের থামার সংকেত দেয়, কিন্ত তারা ট্রাফিক পুলিশের সংকেত অমান্য করে উচ্চ গতিতে মোটরসাইকেল চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এই সময় মোটরসাইকেল স্লিপ করে মহাসড়কে ট্রাকে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলের রিফাত মারা যান। স্থানীয় লোকজন সোহাগকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।
বিজ্ঞাপন
পরে বিক্ষুব্ধ জনতা ট্রাফিক পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে শহরের শান্তিমোড় ও বিশ্বরোডে অবস্থিত পুলিশ বক্স এবং শহরের পুলিশ ফাঁড়িতে আগুন দিয়ে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়।
এ ছাড়া, সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গাড়িচলাচল বন্ধ করে দেয় এবং প্রায় সাড়ে ৪ ঘণ্টা ধরে বিক্ষুব্ধ জনতার বাধায় সড়কেই পড়ে ছিল রিফাতের মরদেহ। পরে যৌথ বাহিনীর সহোযোগিতায় রিফাতের মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে নেওয়া হয় এবং চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের যান চলাচল সচল হয়।
মো. আশিক আলী/এএমকে