চাঁপাইনবাবগঞ্জ থেকে শতাধিক বাসে ঢাকা যাবেন বিএনপির নেতাকর্মীরা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে তাকে স্বাগত জানাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রায় ১২২টি বাসে ঢাকায় যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া নিজ ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আরও হাজারো নেতাকর্মী ট্রেনসহ বিভিন্ন উপায়ে ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে।
স্থানীয় বিএনপির সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব গোলাম জাকারিয়ার উদ্যোগে ৪টি বাস, জেলা বিএনপির সদস্য ওবায়েদ পাঠনের উদ্যোগে ২টি বাস, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদের উদ্যোগে ৬টি বাস, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও মাসউদা আফরোজা হক শুচির নেতৃত্বে ৭টি বাস, জেলা যুবদলের নেতৃত্বে ৩টি বাস এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞার নেতৃত্বে ১০০টি বাস ঢাকার উদ্দেশে রওনা দেবে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমিনুল ইসলামের নেতাকর্মীরা রাজশাহী থেকে ট্রেনে ঢাকায় যাবেন বলেও জানা গেছে। এর পাশাপাশি আরও হাজারো নেতাকর্মী নিজ উদ্যোগে বিভিন্ন মাধ্যমে ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে একাধিক নেতাকর্মী নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা জানান, বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের তৃণমূল পর্যায় পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবু বলেন, অধ্যাপক শাহজাহান মিঞার নেতৃত্বে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন বাস, মাইক্রোবাস ও ট্রেনে করে চার হাজারের বেশি নেতাকর্মী অংশগ্রহণ করবেন।
বিজ্ঞাপন
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজা হক শুচি বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশনেতা তারেক রহমান দেশে ফিরছেন। আমরা এই দিনটিকে স্মরণীয় করে রাখতে চাই। অনেক নেতাকর্মী ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুত আছেন। তবে দলের নির্দেশনা অনুযায়ী স্বল্প পরিসরে কিছু নেতাকর্মী নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছি। আশা করছি, দেশনেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের ভেতরে সৃষ্ট বিভিন্ন অরাজকতার অবসান হবে এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশ তার নেতৃত্বে সুরক্ষিত থাকবে।
জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলের নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুত আছেন। তবে দলের সিদ্ধান্ত অনুযায়ী স্বল্প পরিসরে জেলা বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবুও অনেক নেতাকর্মী নিজ উদ্যোগে বাস, মাইক্রোবাস ও ট্রেনে ঢাকায় যাবেন। তারেক রহমান দেশে ফিরলে ভোটের মাঠ আরও চাঙ্গা হবে এবং তিনি দলকে আরও সুসংগঠিতভাবে নেতৃত্ব দিতে পারবেন। আমরা দেশনেতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
আশিক আলী/এআরবি