রংপুরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু’ অভিযানে পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মাহমুদ মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, বাধা ও হত্যাচেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পীরগাছা থানা পুলিশ।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল-মাহমুদ মিলন পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আস্থাভাজন হিসেবে পরিচিত।

গ্রেপ্তারের বিয়ষটি নিশ্চিত করে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল ইসলাম বলেন, আসামি আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু’ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

এর আগেও আব্দুল্লাহ আল-মাহমুদ মিলন যৌথবাহিনীর হাতে আটক হয়েছিলেন। পরে জামিনে ছাড়া পান।

এদিকে গতকাল রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ বিশেষ এক অভিযানে সঞ্জয় কুমার বর্মন (২৭) ও আব্দুল কাদের (৫২) নামে দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

ফরহাদুজ্জামান ফারুক/আরএআর