বাবার সঙ্গে মিন্নি

বরিশাল বিভাগের ৬ জেলা যথাক্রমে বরিশাল, বরগুনা, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠীতে শনিবার (২৬ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনের সকল ঘটনা সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো।

বরিশালের নিজস্ব প্রতিবেদক সৈয়দ মেহেদী হাসান জানান, বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে কমলেশ রায়ের সাড়ে তিন বছরের ছেলে রুদ্র রায়ের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের আস্কর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় রুদ্র। 

অপরদিকে, একই উপজেলায় পারিবারিক কলহের জের ধরে বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নুপুর ঘটক (১৬) কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। সে রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের ব্রজেশ্বর ঘটকের মেয়ে। মা-বাবার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথার কাটাকাটি হলে গতকাল শুক্রবার (২৫ জুন) ঘরে থাকা কীটনাশক পান করে নুপুর।

জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের জামবাড়ি গ্রাম থেকে সকাল ১০টায় বাসুদেব চক্রবর্তী নামে এক সবজি বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করেছে পুলিশ।

বরগুনা প্রতিনিধি সাইফুল ইসলাম মিরাজ জানান, দেশব্যাপী আলোচিত বরগুনার রিফাত হত্যাকাণ্ডের দ্বিতীয় বছর আজ শনিবার (২৬ জুন)। ২০১৯ সালের এই দিনে বরগুনা সরকারি কলেজের সামনে বন্ড বাহিনীর হামলায় নিহত হন শাহ্ নেওয়াজ রিফাত শরীফ। এ ঘটনায় নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী উল্লেখ করে ফাঁসির আদেশ দেন আদালত। 

পটুয়াখালী প্রতিনিধি মহিবুল্লাহ চৌধুরী জানান, করোনা মোকাবিলায় সার্বিক প্রস্তুতি ও স্থানীয় বিশিষ্টজনের সঙ্গে প্রীতিভোজ করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান। দুুুপুরে পটুয়াখালী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এ অনুষ্ঠান পূর্ববর্তী মতবিনিময়ে করোনা মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সরকারের সকল উন্নয়ন কার্যক্রমে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। 

ঝালকাঠি প্রতিনিধি ইসমাইল হোসেন জানান, মুজিববর্ষ উপলক্ষে জেলার কাঁঠালিয়া উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়। 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি কাজী সাঈদ জানান, লোকাল ড্রেজার লাগিয়ে বালু উত্তোলনের কারণে ঝুঁকির মুখে পড়েছে উপজেলার পাঁচ গ্রামের চলাচলের রাস্তা। তিনদিন ধরে বালিয়াতলী ইউনিয়নের বড় বালিয়াতলী গ্রামে একই এলাকার নজরুলের লোকাল ড্রেজার (স্থানীয়ভাবে র্নিমিত) দিয়ে সরকারি পুকুর থেকে বালু উত্তোলন করা হচ্ছে। 

পিরোজপুর প্রতিনিধি আবীর হাসান জানান, মাদকদ্রব্যের ব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ‘মাদক বিষয়ে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন’ স্লোগানে কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী সচেতনতামূলক ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। বিতরণ করা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, লিফলেট ও  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত মানবদেহে মাদকের কুফল সম্বলিত হ্যান্ডবিল। 

ভোলা সংবাদদাতা জানান, করোনাকালে শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য দ্বীপ শিক্ষাবৃত্তি চালু করেছে ভোলার গুড ড্রীম বাংলাদেশ ও ভোলা সাইক্লিং ক্লাব। শিক্ষার্থীদের বইমুখী করতে ‘বাসায় পড়ে বাসায় শিখে জিতে নাও ১০ লাখ টাকার পুরস্কার’ স্লোগানে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। 

সৈয়দ মেহেদী হাসান/এমএএস