মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামির হোসেন

মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামির হোসেন এবং সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলী হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) তাদের গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  বুধবার তাদের গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঢাকা পোস্টকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,গত বছর আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে  নাশকতার ঘটনায় হওয়া মামলায় তাদেরকে গ্রেপ্তার করা  হয়।পরে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তাছিন জামান/এসএমডব্লিউ