এক নজরে সিলেট বিভাগ
হবিগঞ্জে টেঁটাযুদ্ধে অন্তত ৪০ জন আহত
সিলেট বিভাগের ৪ জেলা যথাক্রমে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে শনিবার (২৬ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনের সকল ঘটনা সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো।
সিলেট প্রতিনিধি তুহিন আহমেদ জানান, জেলার বিমানবন্দর থানা এলাকায় রাতের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে। বিমানবন্দর থানাধীন ভাটা এলাকায় এ ঘটনা ঘটেছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এছাড়াও ‘মাদক বিষয়ে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিলেটে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলার উদ্যোগে জেলা কার্যালয় হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলার উপ-পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী।
বিজ্ঞাপন
মৌলভীবাজার প্রতিনিধি ওমর ফারুক নাইম জানান, জেলার শ্রীমঙ্গল উপজেলায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শ্রীমঙ্গল শহরের মিশন রোডে থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত মিজাজ মিয়া (৫০) শ্রীমঙ্গল পৌর শহরের সোনামিয়া রোডের পাহারাদার ছিলেন।
এদিকে করোনা মহামারি কোভিভ-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একযোগে মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করা, বাইরে অবস্থান ও গণপরিবহনে চলাচল করায় ১৮৯ জনকে মোট ৪৪ হাজার ৭৪৫ টাকা জরিমানা করা হয়।
সুনামগঞ্জ প্রতিনিধি সাইদুর রহমান আসাদ জানান, জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে গ্রেফতারকৃত মো. ফাহিম আহমেদকে শিশু সংশোধনাগার টঙ্গীতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন এ আদেশ দেন।
হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নূর উদ্দিন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের টেঁটাযুদ্ধে অন্তত ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুজনকে সিলেট এবং ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের নোয়াখাল গ্রামে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।
সাইদুর রহমান আসাদ/এমএএস