পাবনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পাবনার চাটমোহর উপজেলায় পানিতে ডুবে দেড় বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুন) দুপুরে ও বিকেলে উপজেলার ধুলাউড়ি ও পার্শ্বডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি মধ্যপাড়া গ্রামের সোহেল রানার দেড় বছরের ছেলে আবির এবং পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম চকপাড়া গ্রামের আবু বকরের দেড় বছরের ছেলে মাসুম।
বিজ্ঞাপন
নিহত শিশু আবিরের দাদা রমজান আলী জানান, দুপুর ২টার দিকে খেলতে গিয়ে আবির পরিবারের সবার অগোচরে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আজাহার আলী জানান, বিকেল সাড়ে ৩টার দিকে শিশু মাসুম সবার অগোচরে বাড়িরে পাশের খালের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে খালের পানি থেকে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দাফনকাজ সম্পন্ন করতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, বৃষ্টিতে বাড়ির আশপাশের পুকুরে-খালে পানি বৃদ্ধি পাওয়ায় পরিবারের অসতর্কতার কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। পরিবারের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান ওসি।
রাকিব হাসনাত/আরএআর