ময়মনসিংহ বিভাগের ৪ জেলা ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরে শনিবার (২৬ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব ঘটনা সংক্ষিপ্ত আকারে ঢাকা পোস্টে তুলে ধরা হলো-

ময়মনসিংহ জেলা প্রতিনিধি উবায়দুল হক জানান, দেশের অন্যান্য স্থানের মতো ময়মনসিংহেও বেড়েছে করোনার সংক্রমণ। সেই চাপ দিয়ে ঠেকেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এ হাসপাতালের করোনা ইউনিটে দুই সপ্তাহ ধরে আশঙ্কাজনক হারে বাড়ছে রোগী। প্রায় প্রতিদিনই মারা যাচ্ছে একাধিক করোনা রোগী। ২৪ ঘণ্টায় করোনা ইউনিটের আইসিইউয়ে দুইজনসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে।

এদিকে ভালুকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পিকআপের দুই যাত্রী। শুক্রবার রাত ১টার দিকে উপজেলার ভরাডোবা নিসিন্দা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের যাত্রী আজিজুর রহমান (৫০) ও শফিকুল ইসলাম (৪০) মারা যান।

এছাড়া নান্দাইলে অগ্নিকাণ্ডে আব্দুল জব্বার নামে এক কৃষকের গোলাভর্তি বিভিন্ন জাতের ধানসহ শস্য পুড়ে গেছে। ওই ঘরটিতে প্রায় ৩০০ মণ ধানসহ, চাল, মরিচ, বাদাম ছিল। এর মধ্যে ১০০ মণ ধানসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত কৃষকের ভাই নাজিমুদ্দিন মাস্টার।

অপরদিকে সংবাদ প্রকাশের পর অবশেষে দুর্গন্ধ আর পরিবেশ দূষণ থেকে মুক্তি মিলছে ময়মনসিংহের ভালুকার মল্লিকবাড়ি এলাকার বাসিন্দাদের। এতদিন লোকালয়ে ডিমের খোসা, মৃত মুরগির বাচ্চা ফেলত নিউ হোপ ফার্মস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। শনিবার সংবাদ প্রকাশ হলে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈন উদ্দিন। তিনি প্রতিষ্ঠানটিকে ওইসব বর্জ্য সেখানে আর না ফেলার জন্য নির্দেশ দেন।

জামালপুর সংবাদদাতা জানান, ভাড়াটিয়া হিসেবে একটি জমি দখল করতে গেলে কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করে গণপিটুনি দিয়েছে জামালপুর সদরের শাহবাজপুর রাজপাড়া গ্রামের বাসিন্দারা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেছেন জামালপুর থানার ওসি রেজাউল ইসলাম খান। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শেরপুর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ জানান, শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের উপবৃত্তির বিকাশ ও নগদের টাকা অ্যাকাউন্টের পাসকোড ও পিন নাম্বার হ্যাক করে আত্মসাতের অভিযোগে আমজাদ হোসেন (৩৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ২১ হাজার ৮০০ টাকাও উদ্ধার করা হয়।

নেত্রকোনা জেলা প্রতিনিধি জানান জিয়াউর রহমান, নেত্রকোনা জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রবিউল আওয়াল শাওনকে সভাপতি এবং সোবায়েল আহমেদ খানকে সাধারণ সম্পাদক করে বিকেলে এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। কমিটিতে সহসভাপতি পদে ২৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৮ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৮ জনের নাম উল্লেখ রয়েছে।

এমএসআর