বাল্যবিবাহ বন্ধ করে লেখাপড়ার আশ্বাস দিল পুলিশ
পুলিশের তৎপরতায় ১৬ বছর বয়সী দশম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিবাহের প্রস্তুতি বন্ধ হয়েছে। সেই সঙ্গে ওই শিক্ষার্থীর পড়ালেখায় অর্থসহায়তার আশ্বাসও দিয়েছে পুলিশ। রোববার (২৭ জুন) দুপুরে জয়পুরহাট থানায় এ ঘটনা ঘটে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার একটি স্বনামধন্য স্কুলের দশম শ্রেণির মেধাবী ছাত্রীর পরিবার অভাবী হওয়ায় পরিবার থেকে এক ছেলের সঙ্গে বিয়ের প্রস্তুতি নেয়। এমন খবর পেয়ে পুলিশ ওই ছাত্রীর পরিবারের সদস্যদের থানায় ডেকে আনে। ওই ছাত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বাল্যবিবাহের প্রস্তুতি বন্ধ করে দেয়।
ওই শিক্ষার্থীর বাবা ঢাকা পোস্টকে বলেন, আমার পরিবারে দুই মেয়ে ও এক ছেলেসহ মোট পাঁচজন সদস্য। কিন্তু আমি একাই কর্মক্ষম। পরিবারে অভাব থাকায় বড় মেয়ের বিয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু তার বয়স কম থাকায় এ বিয়ে দেওয়া সম্ভব নয়। পুলিশ আমাদের বুঝিয়েছে। মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ার আগে বিয়ে দেব না। মেয়ের পড়ালেখার জন্য কোনো অর্থসহায়তা লাগলে পুলিশ দিতে চেয়েছে।
বিজ্ঞাপন
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান ঢাকা পোস্টকে বলেন, মেয়েটি মেধাবী। এভাবে বাল্যবিবাহ হলে তার পড়ালেখা বন্ধ হয়ে যাবে। মেয়েটি বলেছে সে পড়ালেখা করে বড় হয়ে একজন শিক্ষক হতে চায়।
এমন স্বপ্ন যেন শেষ না হয়, এ জন্য মেয়েটি বিয়ে বন্ধ করে লেখাপড়ার জন্য বই, খাতা, কলমসহ অর্থসহায়তার প্রয়োজন হলে তা দেওয়া হবে। মেয়েটির বাবা-মা তার ভবিষ্যৎ গড়ার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হন।
বিজ্ঞাপন
চম্পক কুমার/এনএ