বগুড়ায় ইজিবাইকচালক সাব্বির হত্যার মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (২৭ জুন) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। ২৪ জুন সকালে শাজাহানপুর উপজেলার খরনা এলাকা থেকে সাব্বির আহমেদের (১৪) হাত-বাঁধা লাশ উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন কাহালু উপজেলার দক্ষিণ জামগ্রাম সাদাপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে আমিনুল ইসলাম (২৬) ও পাঠপাড়ার বুলু প্রামাণিকের ছেলে আব্দুস সোবহান আলী (২৫)।

জানা যায়, শনিবার রাত ১টা থেকে রোববার ভোর সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে গাবতলী ও কাহালু উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে আরেক আসামি আব্দুস সালাম গত শুক্রবার পুলিশ হাতে গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তি দিয়ে জবানবন্দি দেন।

জবানবন্দিতে সালাম জানান, আমিনুলের নেতৃত্ব অটোরিকশা ছিনতাইয়ের বাঁধা দেওয়ায় তারা সাব্বিরকে হত্যা করে। পরে জবানবন্দি ও গোয়ন্দা তথ্যের ওপর ভিত্তি করে আমিনুল ও সোবহানকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (লেফটেন্যান্ট কমান্ডার) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতাররা পেশাদারভাবে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। অটোরিকশা ছিনতাইয়ে বাঁধা দেওয়া সাব্বিরকে তারা হত্যা করে। গ্রেফতারদের আমরা শাহাজাহানপুর থানায় হস্তান্তর করেছি।

সাখাওয়াত হোসেন জনি/এমএসআর