কুমিল্লায় সংক্রমণে হার ২৫ শতাংশ অতিক্রম
কুমিল্লায় সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে
কুমিল্লায় করোনার সংক্রমণ শনাক্তের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। রোববার (২৭ জুন) কুমিল্লা জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদন অনুযায়ী, কুমিল্লায় ৪১৪ জনের নমুনা পরীক্ষা করে ১০৪ জন করোনায় আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৫ দশমিক ১ শতাংশ।
শনিবার (২৬ জুন) শনাক্তের হার ছিল ১৯ দশমিক ৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে লালমাই উপজেলার ২৮ বয়সের এক নারীর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
রোববার বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ঢাকা পোস্টকে এসব তথ্য জানান।
২৪ ঘণ্টায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কুমিল্লা নগরীতে ৪০ জন আদর্শ সদরে ১ জন, সদর দক্ষিণে ৩, বুড়িচংয়ে ১০, ব্রাহ্মণপাড়ায় ৩, চান্দিনায় ৬, চৌদ্দগ্রামে ৬, দেবীদ্বারে ৪, দাউদকান্দিতে ৫, লাকসামে ৪, লালমাইয়ে ২, নাঙ্গলকোটে ২, বরুড়ায় ৬, মনোহরগঞ্জে ১, মুরাদনগরে ৩, মেঘনায় ৪, তিতাসে ৩, হোমনায় ১ জন।
বিজ্ঞাপন
অমিত মজুমদার/এনএ