চট্টগ্রাম বিভাগের খবরাখবর
কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ
রোববার (২৭ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, কক্সবাজার, লক্ষ্মীপুর, কুমিল্লা, বান্দরবান ও চাঁদপুর জেলায় ঘটে যাওয়া সকল সংবাদ দেখে নিন এক পলকে।
নোয়াখালী প্রতিনিধি জানিয়েছেন, করোনার সংক্রমণ রোধে মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে মাস্ক বিতরণ করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। রোববার (২৭ জুন) সকাল ৯টার দিকে চরহাজারী ইউনিয়নের শান্তিরহাট বাজারের বিভিন্নস্থানে মাস্ক বিতরণ করে জনসচেতনতামূলক প্রচারণায় অংশ নেন তিনি।
বিজ্ঞাপন
বান্দরবান প্রতিনিধি জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৬ জন। এদের মধ্যে ৫ জন বান্দরবান সদর ও ১জন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, জেলায় ৭ হাজার ৪৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৮৭৬ জনের ফলাফল পাওয়া গেছে। আর এর মধ্যে ১০৬৬ জনের ফলাফল পজিটিভ এসেছে। এছাড়া জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, জেলার লামা উপজেলায় সরই ইউনিয়নের লম্বাখোলা গ্রামের বাসিন্দা শামসু মোল্লার ছেলে মো. নুরুল ইসলাম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে আওয়ামী লীগের সরই ইউনিয়ন শাখা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
চাঁদপুর প্রতিনিধি জানান, রোববার (২৭ জুন) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে ফ্রান্স প্রবাসী আলী নাজির মিজির স্ত্রী রোজিনা আক্তার জানান, ফ্রান্স সরকারকে আগামী ১৪ জুলাই ৫০ কিলোমিটার দীর্ঘ একটি পতাকা উপহার দিতে ২০২০ সালের জুনে একটি পতাকা তৈরির কাজ শুরু করেন তিনি। গত ২৯ অক্টোবর পর্যন্ত ৩২ কিলোমিটার পতাকাটি সম্পন্ন করা হয়। কিন্তু ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এটি করতে বাঁধা দেন। চাঁদা না দেয়ায় তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় তিনি পুলিশের পরামর্শে চাঁদপুর মডেল থানায় মামলা করলেও কোনো সুরাহা হয়নি। অভিযুক্ত আলমগীর সেই পতাকাটি কেটে টুকরো টুকরো করে ফেলেন।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, আগামীকাল সোমবার শপথ নেবেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। এজন্য জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে বিকেল সাড়ে ৪টায় উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
অপরাধ প্রবণ একটি গ্রাম লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্ধারমানিক গ্রাম। এ গ্রামে পুলিশ ক্যাম্প তৈরির কাজ শুরু হয়েছে। রোববার (২৭ জুন) দুপুরে আন্ধারমানিক গ্রামে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে পুলিশ ক্যাম্প নির্মাণ কাজের উদ্বোধন করেন পুলিশ সুপার ড. এইচএম কামরুজ্জামান।
অন্যদিকে, হত্যাচেষ্টা মামলা তুলে নিতে বাদী বিধবা দেলোয়ারা বেগমকে প্রায় প্রতিরাতে আসামিরা এসে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৭ জুন) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের ওই নারী সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। ভুক্তভোগী দেলোয়ারা একই গ্রামের চৌকিদার বাড়ির মৃত আবদুস সহিদের স্ত্রী।
কক্সবাজার প্রতিনিধি জানান, রোববার (২৭ জুন) সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বরে বন্ধুদের নিয়ে গোসল করতে নেমে ইসরার হাসনাইন (১৫) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। ইসরান জেলা শহরের বিকেপাল সড়কের শের আলী মিয়া লেনের আমান উল্লাহর ছেলে। সে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্র।
এছাড়া, দুপুর ২টার দিকে চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের টেমঘাট ২নং ওয়ার্ডের কালু মিয়ার ছেলে হাফেজ কুদ্দুস (৩৫)ও নিপু দে (৫০)।
কুমিল্লা প্রতিনিধি জানান, জেলায় পাসপোর্ট দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ জুন)বেলা সাড়ে ১১টায় পাসপোর্টে অফিস সংলগ্ন নোয়াপাড়া এলাকায় জেলা গোয়েন্দা ও কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় ২৪টি পাসপোর্ট, নগদ ২৭ হাজার ২০০ টাকা এবং প্রভাষক ও চেয়ারম্যানের নকল সিলমোহর জব্দ করা হয়। আটকরা হলেন, সাহেদ ইসলাম পলাশ (৩০), মো. ওলি উল্লাহ(২০) ও মো. সাইম আল মামুন (১৯)।
এছাড়া, জেলায় করোনার সংক্রমণ শনাক্তের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। রোববার (২৭ জুন) কুমিল্লা জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী ৪১৪ জনের নমুনা পরীক্ষা করে ১০৪ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৫ দশমিক ১ শতাংশ।
আজিজুল সঞ্চয়/এমএএস